ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন আজ উদ্বোধন করা হবে। একই সাথে উদ্বোধনের কথা রয়েছে মেহেরপুরের মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়কের।
প্রকল্প ২টি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এর আগে রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয় ‘মিতালী এক্সপ্রেস’।
ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রবিবার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না। েএদিকে, মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
১৯৭১ এর ১৭ এপ্রিল যে সড়ক দিয়ে ভারতের কলকাতা থেকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে পৌঁছেছিল জাতীয় নেতৃবৃন্দ সহ দেশি বিদেশী সাংবাদিক ও ভারতের উচ্চপদস্থ কর্মকর্তরা। দুই দেশ সেই সড়কের নাম দিয়েছে স্বাধীনতা সড়ক। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের অংশের ৫০০ মিটার রাস্তার কাজ শেষ হয়েছে । স্বাধীনতার ৫০ বছর পর এই সড়ক নির্মাণ হওয়ায় খুশী মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা ।