পাবনায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ।
নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার শিশুকন্যা সিনহা (৬)।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়।