নাটোরে বড়াইগ্রাম দুটি ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাক হেলপার শাহিন (২৫) ঘটনাস্থলেই নিহত
হয়েছে। শাহিন যশোর জেলার শারসা থানার বসতপুর গ্রামের ফারুখ হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ট্রাক ২টি জব্দ করা হয়েছে। আহত অপর ২জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।