এক নারী নিয়ে ধরা পরার অভিযোগ আনা হয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে। আপনি কেন মেয়ে নিয়ে রিসোর্টে থাকছেন? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওতে এমন প্রশ্ন করতে দেখা যাচ্ছে কয়েকজন যুবককে।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে- যুবকদের সেই প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলছেন- তিনি শরীয়ত মোতাবেক চারটি বিয়ে করেছেন। নারীটি তার দ্বিতীয় স্ত্রী।
তবে স্থানীয় যুবকদের অভিযোগ মাওলানা মামুনুল হক বেগানা নারীর সঙ্গে ধরা পড়েছেন।
এসব অভিযোগ অভিযোগ অস্বীকর করেছেন মামুনুল ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি পুলিশের নজরে এসেছে। পুলিশ মামুনুল হকের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।