করোনা সংক্রমণে হার প্রতিদিন বাড়লেও সড়কের স্বাস্থ্যবিধি অধিকাংশ মানুষই মেনে চলছেন না। ফলে দিন দিন সংক্রমণের হার যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এরইমধ্যে স্বাস্থ্যবিধি মানতে ঢাকা জেলা প্রশাসন বিআরটিএর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে নেমেছেন। করছেন জরিমানা। সকাল থেকেই মহাখালী বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যাত্রীরা ভিড় করতে থাকেন এখানে। মুখে দেখা যায়নি মাস্ক ছিল না সামাজিক দূরত্ব।
মাস্ক কেন পড়ছেন না জানতে চাইলে একেক জন একেক ধরনের অজুহাত। কেউ মাস্ক রেখে এসেছেন বাসায়, আবার কেউ বা গরমে খুলে রেখেছেন মাস্ক।
একই অবস্থা দেখা যায় বাসচালক হেলপারসহ টিকিট বিক্রেতাদের ক্ষেত্রেও। মাস্ক ছাড়া বাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও কোনো তোয়াক্কা করতে দেখা যায়নি বাস কর্তৃপক্ষের।
এদিকে স্বাস্থ্যবিধি মানতে রাজধানীর আটটি পয়েন্টে অভিযান চালায় বিআরটিএ কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং মাস্ক না পারায় ৫০০ টাকা করে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।
এখনই সতর্ক না হলে করোনা সংক্রমনের হার দিন দিন আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।