পটুয়াখালীর গলাচিপায় ট্রাক, ট্রলি ও বোরাক সংর্ঘষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা সিকদার বাড়ির সামনে। গুরুতর
আহত ৬জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তরমুজ নেয়ার জন্য পটুয়খালী থেকে গলাচিপা আসার পথে একটি ট্রাক আমখোলা সিকদার বাড়ির কাছে বিপরিত দিক থেকে আসা ট্রলি সাথে মুখোমুখি সংর্ঘষ হয়, এসময় পাশে থাকা বোরাকেও ধাক্কা
লাগে। এঘটনায় বোরাক যাত্রী সিদ্দিকহাওলাদার, এনায়েত ইমরুল,জালাল মাতুব্বর, সালেহা বেগম, ট্রলি চালক রুবেল, বোরাক চালক কালামসহ ১০জন আহত হয়। গলাচিপা থানার অফিসার ইন
চার্জ শওকত আনোয়ার জানান, গুরুতর আহত ৬জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্দুঘটনার সাথে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। চাকল
পলাতক রয়েছে।