December 27, 2024, 7:02 am

তৃতীয় ম্যাচ জয়ে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  • Update Time : Thursday, April 8, 2021,
  • 82 Time View

বাবর আজম ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতল পাকিস্তান। বুধবার (৭ এপ্রিল) সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়নে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। ব্যাট হাতে ফখর জামানের টানা দ্বিতীয় শতকে ৭ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ২৯২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ইমাম-উল-হককে ও ফখর মিলে ওপেনিং জুটিতে ১১২ রান করেন। ৭৩ বলে ৫৭ রান করে বিদায় নেন ইমাম। তৃতীয় উইকেটে ৯৪ রান তুলেন ফখর আর বাবর। ১০৪ বলে ১০১ রানের ইনিংস খেলে ফেরত যান ফখর। অন্যদিকে ৮২ বরে ৯৪ রান করেন বাবর।

মোহাম্মদ রিজওয়ান ৭ বলে ২, সারফারাজ আহমেদ ১৩ বলে ১৩ , ফাহিম আশরাফ ২ বলে ১ ও মোহাম্মদ নেওয়াজ ১০ বল খেলে চার রান করেন। ১১ বলে ৩২ রান তুলে অপরাজিত ছিলেন হাসান আলি।

স্বাগতিকদের হয়ে কেশব মহারাজ তিনটি ও এইডেন মার্করাম দুটি করে উইকেট তুলেন। একটি করে উইকেট আদায় করেন অ্যান্ডিল ফেলুকাওয়ে ও জন-জন স্মটস।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও নেওয়াজ তিনটি করে উইকেট তুলেন। দুটি উইকেট শিকার করেন হ্যারিস রউফ। একটি করে উইকেট লাভ করেন হাসান আলি ও উসমান কাদির। ৯৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাবর আজম। তিন ম্যাচে ৩০২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন ফখর জামান।

আগামী ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ৩২০/৭ (ফখর ১০১, বাবর ৯৪, ইমাম ৫৭, হাসান ৩২*; মহারাজ ৩/৪৫, মার্করাম ২/৪৮)।

দক্ষিণ আফ্রিকা: ৪৯.৩ ওভারে ২৯২ (ম্যালান ৭০, ভেরেইনা ৬২, ফিকোয়াও ৫৪; নেওয়াজ ৩/৩৪, আফ্রিদি ৩/৫৮, রউফ ২/৪৫)।

ফল: পাকিস্তান ২৮ রানে জয়ী।

সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ এ জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: বাবর আজম।

ম্যান অব দ্য সিরিজ: ফখর জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71