নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ অর্জুনতলা গ্রামের হাজী আবদুল ওয়াদুদ মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবিদা ইউসুফ (৮), একই এলাকার আবু ইউসুফ জীবনের মেয়ে। সে স্থানীয় জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল। নিহতের ভগ্নিপতি স্বপন জানান, আজ দুপুরের দিকে আবিদা সমবয়সী বাচ্চাদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়।
এ সময় সে অন্য বাচ্চাদের অগোচরে পুকুরে ডুবে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে ছোট ছোট বাচ্চারা ঘরে এসে এ ঘটনা জানায়। সাথে সাথে বাড়ির লোকজন ও নিহতের পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করে আবিদার মরদেহ পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে।