বাংলাদেশ নারী ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দল আজ বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিল। সিলেটে চলা পাঁচ ম্যাচ ওয়ানডের মধ্যে ৩-০ তে সিরিজ জিতে নিল বাংলাদেশ নারী ইমার্জিং দল।
সকালে ব্যাট করতে নেমে প্রোটিয়া মেয়েরা অল-আউট হয় মাত্র ৯২ রানে। টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানের মাথায় ভাঙে প্রোটিয়া দলের ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৩৩.৩ ওভারে গুটিয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ৩০ রান করেন আনেকে বোস।
বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ৩টি করে উইকেট নেন রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপির ৪৬ রানের ইনিংসে ভর করে মাত্র ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। রুমানা আহমেদ ২ ও লতা মণ্ডল অপরাজিত থাকেন ৬ রানে। নিগার সুলতানা করেন ১৩ রান, ফারজানা হক পিংকির করেন ১৬ রান।
তাতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল টাইগ্রেসরা।