পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোটরসাইকেলচাপায় রাকিব হোসাইন (১১) নামের প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তুলাতুলি রাখাইন পল্লীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাকিব উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী আবাসনের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখাইন পল্লীর সামনের রাস্তায় ৪০ দিনের কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল। রাকিবের মা রহিমা বেগম ওই রাস্তায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মত রোববার সকালে শারীরিক প্রতিবন্ধী ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে কাজ করতে যান রহিমা বেগম।
দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে শিশুটি রাস্তার মাঝে চলে গেলে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।