রাজধানীর উত্তরায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে লাকি খাতুন (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল সাতটায় এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই গৃহকর্মীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উত্তরা আধুনিক হাসপাতাল পরে সেখান থেকে সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহকর্মীর ব্যাংকার গোরা চাঁদ কুন্ড বলেন, একমাস যাবত লাকিকে একজনের মাধ্যমে ৫০০০ টাকা বেতনে আমার বাসায় গৃহকর্মীর কাজে নেওয়া হয়েছে।
সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে হাটাহাটি করতে যাই পরে ফিরে এসে লাকিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি ইতিমধ্যে ছাদ থেকে অপর কাজের মেয়ে নেমে আসছে পরে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে। মেয়েটি বলে লাকি ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। পরে বাসার দারোয়ানসহ তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত লাকি সিলেট জেলার সুনামগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামের বাসিন্দা।