পবিত্র রমজান মাসের প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে ইফতার আয়োজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে, তিনি সপরিবারে সামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম। শুধু অপেক্ষা আযানের।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘প্রথম রমাদান ইফতার।’ সেইসঙ্গে রিঅ্যাক্ট দিয়েছেন ভালোবাসার চিহ্ন।