পটুয়াখালীর গলাচিপায় বশির হাওলাদার (২৬) কে মারধর করেছে প্রতিপক্ষরা। বশির হাওলাদার হচ্ছেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের মুরাদনগর গ্রামের মতলেব হাওলাদারের ছেলে।
বশির হাওলাদার জানান, গত ১৯ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১২ টার দিকে মুরাদনগর স্ট্যান্ডে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. জাহিদুল মাফিয়া ও মো. নাসিম একত্রিত হয়ে আমাকে মারধর করে। তাদের হাতে থাকা দা দিয়ে আমার মাথার উপরে কোপ দেয়।
আমি হাত দিয়ে ঠেকালে আমার হাতের আঙ্গুল কেটে যায়। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধারকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহরিয়ার বলেন, আমার চিকিৎসাধীনে বশির হাওলাদার ৩য় তলায় ভর্তি আছে। তার হাতের আঙ্গুলে সেলাই আছে। এ বিষয়ে জাহিদুল মাফিয়ার কাছে মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ইউপি সদস্য সিদ্দিক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।