মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের চতুরপাড়া গ্রামে কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মিম (৮) নামে এক শিশু মারা গেছে। নিহত মিম কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে।
স্থানীয় ও নিহত মীমের মামা বাড়ির সূত্রে জানা গেছে, মিম ও তার ছোট ভাই মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া সিরাজ মোল্লার মীমের নানা বাড়ি বেড়াতে আসে। এরপর শনিবার দুুপুরে নানা বাড়ির পাশে কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে ছোট ভাইকে নিয়ে আসে। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পেছনে ফিরে আর মিমকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে ডুবুরি ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোঁজাখুঁজি করে মিমের সন্ধান পাওয়া যায়নি। রোববার সকাল ১০টার দিকে কুমার নদীতে যেখানে গোসল করেছে তার ২০ গজ দূরে মিমের লাশ ভেসে ওঠে।
নিহত মিমের নানা সিরাজ মোল্লা জানান, আমার সঙ্গে দুই নাতি গোসল করতে আসে কিন্ত একজনকে পাড়ে তুলতে গিয়ে আর একজনকে হারালাম।
মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ জানান, আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছি কিন্তু সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে উদ্ধার কাছ শুরু করার পর নদীর একপাশে লাশ ভেসে উঠেছে।