গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খলিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মো. জামাল হোসেন (২৮) আহত হয়েছেন।
গতকাল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইব্রাহিম খলিল সাতক্ষীরা জেলার সদর উপজেলার পায়রাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ঘোনাপাড়া ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাড়া করা প্রাইভেটকারে করে ফরিদপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে পায়। এতে প্রাইভেটকারের যাত্রী ইব্রাহিম ও চালক মো. জামাল হোসেন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইব্রাহিম খলিলকে মৃত ঘোষণা করেন। আহত চালক মো. জামাল হোসেনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।