রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মুত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
গতকাল রাত ১২টার দিকে মিঠাপুকুর-রংপুর মহাসড়কের মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে বেগুন ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার মেমোরিয়াল কলেজের সামনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মুত্যু হয়। এসময় ট্রাকে থাকা প্রায় ১০ যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকটিতে প্রায় ১২ জন যাত্রী ছিল। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ট্রাক যোগে রংপুরে আসছিল।
দুর্ঘটনার পর পরই রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।