ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কাবধে মাঠে নেমেছে মুমিনুল-তামিমরা।
প্রথম দিনে দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে ভুগিয়েছে দুই সেশনেরও বেশি সময় ধরে। এরপর করুণারত্নেকে ফিরিয়ে স্বস্তি ফিরে টাইগার শিবিরে।কিন্তু সে স্বস্তি অবশ্য বেশিক্ষণের না। দিন শেষে বাংলাদেশ চাপা পড়েছে শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরম্যান্সের রান পাহাড়ের কাছে। প্রথম দিন শেষে ১ উইকেটে ২৯১ রান স্বাগতিকদের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থিরিমান্নে ১৩১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে জুটি গড়ে ৪১ রানে খেলছেন ওশাডা ফার্নান্ডো। তাসিকন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে ধার না বাড়ালে সময়টা আরও কঠিন হয়ে দাঁড়াবে সফরকারীদের জন্য।