হেফাজত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মেডিকেল টেস্টের রিপোর্ট পাওয়া যাবে আগামী রোববার। শুক্রবার দুপুরে পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়।
এর আগে সকালে মামুনুল হকের বিরুদ্ধে প্রলোভন, প্রতারণা, নির্যাতনের অভিযোগ এনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন ঝর্ণা। ঝর্ণা বলেন, আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন তিনি (মামুনুল হক)। আমাকে বিয়ে করবেন বলে বার বার আশ্বাস দিলেও করেননি।
বিয়ে করবেন এই প্রলোভনে ২০১৮ সাল থেকে আমাকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়েছেন আর সময় পার করেছেন, তবে বিয়ে করেননি।
সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, দুপুরে ঝর্ণার মেডিকেল টেস্ট করানো হয়েছে। আগামী রোববার রিপোর্ট পাওয়া যাবে। প্রসঙ্গত, কদিন আগে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ ধরা পড়েন মামুনুল হক। মামুনুল তাকে স্ত্রী বলে দাবি করেন।
প্রসঙ্গত, কদিন আগে সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণাসহ ধরা পড়েন মামুনুল হক। মামুনুল তাকে স্ত্রী বলে দাবি করেন। তবে ঝর্ণার পরিবার দাবি করেন, মামুনুল তাকে বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে ব্যবহার করেছে
ন