পটুয়াখালীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত শ্রী জয়ন্ত চন্দ্র(২৫) পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের বঙ্কিম চন্দ্রের ছেলে এবং একই গ্রামের নেপাল ভুইয়ার ছেলে অপূর্ব ভুইয়া(২৪)। শনিবার শেষ বিকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পখিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার এসআই মিজানুর রহমান প্রত্যক্ষ দর্শীদের বরাদ দিয়ে বলেন, বরিশাল থেকে ঢাকা মেট্রো ন-১৯০০৬৭ নম্বরের ফরাজি এন্টারপ্রাইজ নামে একটি মালবাহী ট্রাক কলাপাড়া উপজেলায় যাচ্ছিল। একই সময়ে জয়ন্ত ও অপূর্ব একটি মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। এসময় পখিয়া সড়ক এলাকা অতিক্রমকালে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সড়কের পাশে ছিটকে পরে দুজন-ই নিহত হয়।
ঘটনার পরপর ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়-নিহতদের পকেট থেকে ভোটার আইডিকার্ড পেয়ে তাদের পরিচয় নিশ্চত হওয়া গেছে।