December 28, 2024, 2:23 am

সিলেটের সড়কে ঝরলো তিন প্রাণ

অনলাইন ডেস্ক
  • Update Time : Monday, May 3, 2021,
  • 392 Time View

সিলেটের জৈন্তাপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। রোববার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পিকআপভ্যানের চালক এবং অপর দুজন মোটরসাইকেলের আরোহী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, জাফলং থেকে সিলেটগামী একটি ট্রাক দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও দুজন। পরে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি দস্তগীর আহমেদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধারের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71