পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রী সেজে অভিনব কায়দায় ডাকাতির প্রাক্কালে পুলিশের জালে আটক ৫,।
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লা পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মুকিত হাসান খাঁন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সহ অপারেশন পরিচালনা করেন, এ সময় একাধিক চুরি,ডাকাতি মামলার আসামী ও ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামী মো: কালাম মুন্সী (৩৮) পিতা: ইসমাইল মুন্সী (৩৫) সাং: লতার চর (চালিতা বুনিয়া), থানা: রাঙ্গাবালী কে পটুয়াখালীর বসাক বাজার এলাকা থেকে ৭ এপ্রিল আনুমানিক রাত ২:০০ টার দিকে গ্রেপ্তার করা হয়।
সে পটুয়াখালী ও মির্জাগঞ্জ এলাকায় এসে চুরি, ডাকাতি ও দস্যুতা করে বেড়াতো মর্মে পুলিশের কাছে স্বীকার করে।
এছাড়াও মির্জাগঞ্জ থানাধীন উত্তর চালিতা বুনিয়া এলাকা হতে সন্ধিগ্দ্ধ কামাল মুন্সী পিতা: নুরুল হক মুন্সীকে একই রাত্রে উক্ত এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ পটুয়াখালীর অহর্নিশ প্রচেষ্টা অব্যাহত রয়েছে । এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান বলেন, প্রতি বছর ঈদ এলেই একটি সংঘবদ্ধ চক্র চুরি ডাকাতী সহ মানুষের ক্ষতি সাধন করে থাকে।
এ বিষয় বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলা পুলিশ সর্বাত্তক সচেতন রয়েছে এবং জনগনের জানমালের নিরাপত্তা দিতে জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে,তিনি আরও বলেন পুলিশকে ভয় না পেয়ে বন্ধু ভেবে জনগণের সকল বিষয় পুলিশকে অবহিত করা সহ বিশেষ করে মাদকের বিরুদ্ধে শারাসী অভিযান চলমান রয়েছে, সেক্ষেত্রে মাদক সহ বিভিন্ন অপরাধের তথ্য সরাসরি পুলিশকে দেয়ার অনুরোধ জানান।