প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা করা, মিথ্যা মামলা দায়ের এবং নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আজ ১৯ মে বুধবার সকাল ১০ টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন পেশাগত দায়ীত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে বর্বর নির্যাতন হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একজন সকরারি কর্মকর্তা কোনবলে একজন সংবাদ কর্মীকে এভাবে আটক করে রেখেছে তা আমরা জানতে চাই।
বক্তারা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান।
তারা আরও বলেন স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন রোজিনা ইসলাম। স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্থা করা হয়েছে। হামলা ও মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।
রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে প্রমানীত হল স্বাধীন সাংবাদিকতা এখন বাকরুদ্ধ। তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার দাবি জানান।
বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবে না। সাংবাদিকরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করে আসছে এবং অদূর ভবিষ্যতেও সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করে, তাকে শারীরীক মানসিকভাবে লাঞ্চিত করার তীব্র নিন্দা জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মজিবুল হক কিসলু বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জ্বলন্ত দৃষ্টান্ত। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট করেন। যা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের জেরেই রোজিনা ইসলামকে লাঞ্চিত ও হেনস্থা করে স্বাস্থ্য বিভাগ। নিজেদের অন্যায় ঢাকতে স্বাস্থ্য বিভাগ একজন সাংবাদিকের গলা চেপে ধরে কখনোই তাদের দায় এড়াতে পারেনা। রোজিনা ইসলামের নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নীতি গ্রস্তদের শাস্তি দাবি করেন।
বরগুনা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. এ. আজীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মজিবুল হক কিসলু ,বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নু, মাই টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, প্রথম আলোর জেলা প্রতিনিধি মোঃ রফিক, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন টিটু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম।
এছাড়াও মানবন্ধনে উপস্থিত ছিলেন বিজয় টিভির জেলা প্রতিনিধি জুলহাস,আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হাসান, সাংবাদিক ইউনিয়নের সদস্য মিরাজ খান, রাসেলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি।