বরগুনা সিভিল সার্জনের মাধ্যমে জেলার সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের মাঝে স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর পক্ষে বরগুনা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আবদুল মোতালেব মিয়া সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের হাতে ১০ হাজার খাবার স্যালাইন, এক হাজার এমএল ৫০০ পিচ আইভি স্যালাইন (কলেরা স্যালাইন), ইনফিউশন সেট (স্যালাইন সেট) তুলে দেন।
‘বাংলাদেশসহ গোটা পৃথিবী এখন করোনা মহামারীর ক্রান্তিকাল পাড় করছে। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর নৈতিক দায়িত্ব। ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় সিভিল সার্জনের মাধ্যমে স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান মেহেদী হাসান মুসা, উপ যুব প্রধান-১ সোহেল মাহমুদসহ বরগুনা ইউনিটের যুব সদস্যরা।
সিভিল সার্জন ডা. মারিয়া হাসেন জানান, বরগুনায় ডায়রিয়া প্রকোপ তুলনামূলক অনেকটা কমে এসেছে। তিনি বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা দিয়েই শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আজও। রেড ক্রিসেন্টের দেয়া ডায়রিয়ায় ব্যবহৃত স্যালাইন জেলার ছয়টি উপজেলাতেই পৌঁছে যাবে।, আশা করছি আমরা দ্রুত ডায়রিয়া সমস্যা থেকে পুরোপুরি উত্তরণ ঘটাতে সামর্থ হবো”
উল্লেখ্য, গত ৮মে ডায়রিয়ার প্রকোপ কমাতে রেড ক্রিসেন্ট ও আই এফ আরসি এর উদ্যোগে বরগুনা বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ ও রায়ের তবক স্থানে পৃথক পৃথক দুটি মেডিকেল ক্যাম্প করা হয়। এছাড়াও হাসপাতালগুলোয় ১০০০ লিটার নিরাপদ পানি সরবরাহ করার পাশাপাশি বরগুনার সকল উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে সচেতনাতামূলক প্রচার করে রেড ক্রিসেন্ট।