জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে এনামুল (৩৫), হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫), কাদের শেখের ছেলে শাহ জামাল (৩৮), প্রজাপতিরচরে কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০), গাইবান্দার আখির মাহামুদের ছেলে মহিজল (৫০)ও পলবান্দার কান্ডু শেখের ছেলে জবেদ আলী (৬৮)।
ইসলামপুর উপজেলা নির্বাহি অফিসার এস এম মাজহারুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।