কোনো ব্যক্তি যখন কারাগারে থাকেন, তখন তিনি রাষ্ট্রের হেফাজতে থাকেন, তাকে নিরাপদ রাখা, সুস্থ রাখা সরকারের দায়িত্ব। আদালতের রায়ে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত, কিন্তু অপরাধী নন।
তিনি নিরাপরাধ। আপরাধী হিসেবে দণ্ডিত হলেও তার নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিতে হয়। ফলে কারাগারে সরকারের তথা রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় কারো অস্বাভাবিক মৃত্যু হলে সরকারের দিকে আঙুল উঠে, সরকার সেই দায় এড়াতে পারেন না।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও খেলাফত মজলিসের উপজেলার সভাপতি মাওলানা ইকবাল হোসেন পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পত্রিকায় খবর বেরিয়েছে।
মাওলানা ইকবাল কিভাবে মারা গেছেন, তার কি ধরনের অসুস্থতা ছিল এই সব বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার এবং বিস্তারিত একটি ব্যাখ্যা থাকা দরকার।