পটুয়াখালী পৌরসভাধীন ৬ নং লেন নিবাসী মোঃ হামিদুর রহমান (মুকুট) (৫১) পিতাঃ মৃত মোকলেছুর রহমান মাতাঃ মোসা হামিদা বেগম সাং সবুজবাগ থানা ও জেলা পটুয়াখালী গত ইং ১০/০৫/২০২১ তারিখ রাত অনুমান ০১ঃ০০ ঘটিকায় নিজ বাসা হইতে বাহির হইয়া যায় এরপর আর ফিরে আসেনি ।
হামিদুর রহমান মুকুট একজন মানসিক রোগী । এ বিষয় তার মা মোসাঃ হামিদা বেগম পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়রী করেন । কোন স্বহৃদয় বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে নিম্ন বর্ণিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইল।
জনাব মোঃ মুকিত হাসান খান অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল পটুয়াখালী) ০১৩২০-১৫৫১৪৬
অফিসার ইনচার্জ পটুয়াখালী সদর থানা। ০১৩২০-১৫৫১৮১