মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় দুই জন মারা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈরের হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আয়নাল শেখের সাথে একই এলাকার ইউপি সদস্য আতিক মাতুব্বরের সাথে দ্বন্দ্ব চলে আসছিল।
এই দ্বন্দের জের ধরে আয়নাল শেখের চাচাত ভাই সালাম শেখকে গত রাতে নির্জন এলাকায় একা পেয়ে কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে একই রাতে উপজেলার মজুমদারকান্দি গ্রামের কালু দর্জির ছেলে মোতাহার দর্জি (৬০) কে দুর্বৃত্তরা ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে লাশ একই এলাকার একটি রাস্তার পাশে ফেলে রাখে।
রাজৈর থানার ওসি শেখ সাদি বলেন, দুটি ঘটনাই লাকার দ্বন্দ্বের জেরে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। এই ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।