December 24, 2024, 2:48 am

ব্লাক ও হোয়াইটের পর এবার ইয়োলো ফাঙ্গাসের হানা, উদ্বেগ চরমে।

অনলাইন ডেস্ক।
  • Update Time : Tuesday, May 25, 2021,
  • 94 Time View

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। প্রতিদিনই হাজারো মানুষের মৃত্যু, আক্রান্তও হচ্ছে লাখো মানুষ। করোনার এমন প্রবল থাবায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। তবুও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ।করোনার এমন তাণ্ডবের মাঝে দেশটিতে হানা দিয়েছে প্রাণঘাতী ছত্রাক ফাঙ্গাস। ভারতে এর আগে ব্লাক ও হোয়াইট ফাঙ্গাস দেখা গেলেও এবার ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে। তিন ধরনের এই ছত্রাকের আতঙ্কে গোটা ভারতবাসী।

 

 

 

জানা গেছে, যতদিন যাচ্ছে, এই ছত্রাক সংক্রমণের মাত্রা বাড়ছেই। সেই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে হোয়াইট ফাঙ্গাস। যার প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত চিকিৎসরা। এই যখন অবস্থা তখন এসে হাজির হলুদ বা ইয়েলো ফাঙ্গাস। নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

 

 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে ইয়েলো ফাঙ্গাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আপাতত তার চিকিৎসা চলছে।

 

 

 

এরপর থেকেই প্রশ্ন উঠছে, ঠিক কতখানি বিপজ্জনক ইয়েলো ফাঙ্গাস? চিকিৎসকদের দাবি, ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের চেয়েও মারাত্মক ইয়েলো ফাঙ্গাস। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71