ভারতের উড়িষ্যার ধামরা ও বালাশ্বরে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে ইয়াসের তাণ্ডব চলতে পারে ৩ ঘণ্টা।
বুধবার (২৬ মে) সকালে ভারতের গণমাধ্যমে বলা হয়, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে পড়েছে। নিম্নাঞ্চলের লাখ লাখ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।