নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘আইটি অডিটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
আইটি অডিটর–আইসিঅ্যান্ডসি (নন এক্সিকিউটিভ)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ডেটাবেস, সিআইএসএ, সিসিআইএসও, ওরাকল, এসকিএল সার্ভার, ডিবি ২ মাইএসকিএল, কালি লিনাক্স, এনএম্যাপ, মেটাসপ্লয়েট, নেসাস / নেক্সপোজ / ওপেনভ্যাস, ওয়্যারশার্ক, জাভা স্নপ প্রভৃতি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://career.tblbd.com) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১২ জুন, ২০২১।
সূত্র : জাগোজবস