জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলতেন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনুর্ধ্ব -১৭ দেশব্যাপী শুরু হয়েছে।
এ টুর্নামেন্টের অংশ হিসেবে ২৮ মে শুক্রবার সকালে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত চান্দিনা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি – সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি।এ সময় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে খেলোয়ারদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্যে বলেন – যুব অবক্ষয় রক্ষার্থে, মাদক নির্মূল করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা অনস্বীকার্য। খেলাধুলা সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়।
সেই সাথে সরকারের এমন আয়োজনকে স্বাধুবাদ জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা।
উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম,উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,উপজেলা সমবায় কর্মকর্তা মোবারক হোসেন,পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, স্কাউট কমিশনার কমল বকসী, প্যানেল মেয়র আবদুর রব,কাউন্সিলর কাজী তোফায়েল জনি,কাউন্সিলর আবু কাউছার,দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাস্টার,বাতাঘাসী ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ অালম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক গৌতম কুমার শ্যামল, প্রধান শিক্ষক মোজহারুল ইসলাম,সদস্য আবদুল বারেকসহ খেলা পরিচালনা কমিটি বৃন্দ প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেলা ক্রীড়া সংস্থা থেকে আগত জুয়েল রানা,শরিফ ও রমজান এর ম্যাচ রেফারীর পরিচালনায় ও শান্ত আহমেদের চমৎকার ধারাভাষ্যকতায় উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন একাদশ বাতাঘাসী ইউনিয়ন একাদশকে ৪-০ গোল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করে।