‘কর্মই জীবন’ স্লোগানে এগিয়ে চলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়েজিত উপজেলা ভিত্তিক ১৫ দিনের অপ্রাতিষ্ঠানিক কম্পিউটার বেসিক কোর্স-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
বরগুনা সদর উপজেলার খামার বাড়ি সংলগ্ন সোহেল কম্পিউটার এন্ড আইটি সেন্টারকে কোর্সটি পরিচালনার জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাছাই করা হয়েছে। কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে সেন্টারটির পরিচালক মোঃ সোহেলকে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা পর্যায়ে ১৫ দিন মেয়াদী (অপ্রাতিষ্ঠানিক) কম্পিউটার বেসিক কোর্স-২০২১ উদ্বোধন করেছেন বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস। এতে সভাপত্বি করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস।
কম্পিউটার বেসিক কোর্সটিতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করবে সদর উপজেলার পঁচিশ জন যুবক ও যুবতী। এ কম্পিউটার বেসিক কোর্সে বাংলা ও ইংরেজি টাইপিং সহ এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে যুব উন্নয়ন কর্তৃক একটি সনদ প্রদান করা হবে। প্রশিক্ষণটির মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যুব উন্নয়ন থেকে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ প্রদান করা হবে। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ গ্রহন করতে পারবে।