দেশের স্বাধীনতার দীর্ঘ ইতিহাসের উপরে ভরসা রেখেই সমাজ বদলের স্বপ্ন দেখেন মিমি চক্রবর্তী। লিঙ্গের সীমারেখাহীন প্রেমের মাস (প্রাইড মান্থ)-এ তিনিও প্রেমের কথা বললেন নেটমাধ্যমে।
মিমির বার্তা দিলেন, ‘প্রেম তো প্রেমই’। অর্থাৎ লিঙ্গ বুঝে প্রেমে পড়া যায় না। যৌন আকর্ষণ তৈরি হওয়ার ক্ষেত্রেও এ সব লক্ষ্মণরেখা মিলিয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী জানালেন, তিনি চিরকালই সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, যারা সমাজে বারবার ব্রাত্য হয়েছেন। যাদের প্রেম ও কাম কেবল নারী ও পুরুষে সীমাবদ্ধ নয়। তাই মিমি চান নারী, পুরুষ, রূপান্তরকামী, রূপান্তরিত— বিভিন্ন লিঙ্গের মানুষ একে অপরের প্রেমে পড়ার স্বাধীনতা পান। একে অপরের প্রতি যৌনতার ইচ্ছা প্রকাশ করুন। সেই রামধনুর মতো রঙিন প্রেম উদ্যাপনে মাতলেন মিমিও। বললেন, ‘‘রোজ কাজ করি আমি সেই মানুষগুলোর সঙ্গে। খুব কাছ থেকে দেখেছি তাদের কষ্ট।’’
মিমির কথায়, ‘‘আজ একটি সৎ কারণে এই প্রেমের মাসের পালন করছেন কিছু মানুষ। আজ ১০০ জন মানুষ এগিয়ে এসেছেন। কাল এক লক্ষ মানুষ আসবেন। তারও পরের দিন এক কোটি মানুষ লিঙ্গ বিভেদ এবং প্রেমে পড়ার ক্ষেত্রে লিঙ্গের বাধা নিষেধ না মানার জন্য আওয়াজ তুলবেন।’’