কুমিল্লার চান্দিনায় ২৫ বোতল ফেন্সিডিল সহ আবদুল হামিদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার ৪ জুন বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল সিনিয়র অফিসার জুয়েল রানার বিশেষ উদ্যোগে চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মহাম্মদ ইলিয়াস ও এস আই আবদুস সুলতান সঙ্গীয় অফিসার এর সহায়তায় বিশেষ অভিযানে চান্দিনা বেলাশ্বর পূর্বাশা পেট্রোল পাম্পের সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ আবদুল হামিদকে আটক করা হয়।
আটককৃত আবদল হামিদ কুমিল্লা চান্দিনার হাসিমপুর গ্রামের আবদুল হকের ছেলে। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ী মাদক বহনের বিষয়টি আমরা জানতে পারি।
পরে আমাদের মোবাইল ফোর্সের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।আসামী আবদুল হামিদ কে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে চান্দিনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান দেন তিনি।