পটুয়াখালীর গলাচিপায় দুই মাদক ব্যবসায়ী বেল্লাল ও আরিফকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। সোমবার (৭জুন) দুপুরে গোলখালী ইউনিয়নের গিরিংগি খেয়া ঘাট হইতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো- (১) বেল্লাল (৩৫) গোলখালী ইউনিয়নের কালিরচর গ্রামের শানু মোল্লার ছেলে এবং (২) আরিফ প্যাদা(৩০) গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালাম প্যাদার ছেলে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলখালী ইউনিয়নের গিরিংগি খেয়া ঘাটে এস আই তারেক মাহমুদ এবং এসআই আমির হোসেন অভিযান চালিয়ে বেল্লাল ও আরিফকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। জানাযায় গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছেন।
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।