কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন। আজ রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। অপর দুজনের মধ্যে একজন ৪০ বয়সী পুরুষ এবং ৪ বছর বয়সী শিশু। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।