পটুয়াখালীর গলাচিপায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মানববন্ধন করেছে গলাচিপা আইনজীবি সমিতি। রবিবার (১৩ জুন) বেলা ১১টায় সিনিয়র এ্যাডভোকেট আঃ খালেক মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভার্চুয়াল আদালত পদ্ধতিকে বাদ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আদালত কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোকলেছুর রহমান খোকন, এ্যাডভোকেট মো. শামীম মিয়া, সাবেক এপিপি মো. সিদ্দিকুর রহমান, এ্যাডভোকেট মো. মহিউদ্দিন, এ্যাডভোকেট মজনুর রহমান, এপিপি এ্যাডভোকেট মো. মামুন খান, এ্যাডভোকেট মো. জসিমউদ্দিন খান, এ্যাডভোকেট আল মামুন, এ্যাডভোকেট মো. জাহিদ,
এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মো. জিয়া, এ্যাডভোকেট উম্মে আসমা আঁখি, এ্যাডভোকেট মো. রাইসুল ইসলাম প্রমুখ।