পটুয়াখালীর গলাচিপায় ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ নিয়াজ হাওলাদার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেফতার নিয়াজ উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামর্দ্দন গ্রামের মোল্লার হাট বাজার থেকে গলাচিপা থানার এসআই হাসান বশির ও এএসআই দিবাকর চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়াজকে গ্রেফতার করে। এ সময় নিয়াজের কাছ খেকে ১২০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিয়াজ দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’