আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। তিনি নিখোঁজ হয়েছেন এই মর্মে থানায় সাধারন ডায়েরী হয়েছে, তাঁর স্ত্রী সংবাদ সম্মেলন করে ‘আদনানকে তাঁর কাছে ফিরিয়ে দেয়ার’ দাবি জানিয়েছেন।
আদনান কীভাবে নিখোঁজ হয়েছেন- সেই ব্যাপারে তেমন কোনো তথ্য নাই। তাঁর স্ত্রীর ‘তাকে আমার কাছে ফিরিয়ে দিন’- এই বক্তব্যকে গুরুত্ব দিলে ধরে নিতে হয় ‘আদনানকে কেউ তুলে নিয়ে গেছে- এমন একটি অভিযোগ তার স্ত্রী করতে চাচ্ছেন’।
সত্যি বলতে কি আদনান কে এই সম্পর্কে আমার কোনো ধারনা নাই। পত্রিকায় তাঁকে ইসলামী বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। ধরে নিলাম, আদনান একজন সাধারন নাগরিক। একজন সাধারন নাগরিক নিখোঁজ হয়ে গেলে বা তাঁকে খুঁজে পা্ওয়া না গেলে- রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের সর্বাত্মক উদ্যোগ নেয়া।
রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলো এই ব্যাপারে কী ধরনের উদ্যোগ নিয়েছে তার কোনো তথ্য সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। এই ধরনের ঘটনায় সরকারি কর্তৃপক্ষের ঢিলেমি বা ব্যবস্থা গ্রহনে অনীহা মানুষের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। এতে সরকারের প্রতিই সংশয় তৈরি হয়।
আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করার দৃশ্যমান পদক্ষেপ নেয়া হোক।