রাজবাড়ীতে বিদ্যুৎ স্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার রাজবাড়ী পৌর শহরের দক্ষিণ ভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওলিয়ার রহমান ও তার স্ত্রী ফাতেমা রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওলিউর রহমান সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎ স্পর্শে হয়ে চিৎকার দেন। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎ স্পর্শে হয়ে পড়েন। পরিবারের অপর সদস্যরা বিষয়টি দেখে দ্রুত মেইন সুইচ অফ করে দেয়। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।