ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন (২২) তিন কেজি গাঁজাসহ বিজিবির হাতে আটক হয়েছেন। দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার বিকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার নামক স্থান থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আসিফ উদ্দিন সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
জানা গেছে, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার নামক স্থানে গাঁজা পাচারকালে বিজিপি বিষ্ণুপুর ক্যাম্পের নায়েক মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। এ সময় বিজিবির হাত থেকে পালিয়ে যায় একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আলমগীর ভূঁইয়ার ছেলে রবিন মিয়া (২৭) ও মহেষপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে আলমাছ মিয়া (২১) ।