গাজীপুরে ৪৫টি গাঁজার গাছসহ আকাশ মিয়া (৩৫) নামে এক মাদক চাষিকে গ্রেপ্তার করেছে র্যাব – ১। গেল রোববার রাতে গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ির বাগানবাড়ি নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক চাষি আকাশ মিয়া কোনাবাড়ী থানা দেওয়ালিয়াবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আকাশ মিয়া তার বাড়ির উঠোনে সবজি চাষের সাথে গাঁজা চাষ করে। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছ সহ তাকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানায় প্রেরণ করে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।