রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ২৮ বছরের অপেক্ষার পালা শেষ হলো আর্জেন্টিনার। এ উল্লাস চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর। কোপা আমেরিকার শিরোপা জয়ের।
তবে শুধু কোপা আমেরিকায় শুধু শিরোপা জয়ই নয়, ব্যক্তি সব অর্জনের পুরস্কারও ঘরে তুলেছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ দলের আধিপত্য থামানো আর দুর্দান্ত সব সেভ করে এবারের আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে পুরো ৯০ মিনিট জাল অক্ষত রেখে নিজ দলের শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার বুলেট গতির শট ঠেকিয়ে দেন মার্টিনেজ।
শুধু ফাইনালেই নয়, পুরো আসরে গোলবারের নিচে বিশ্বস্ত ও মূর্তিমান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ। শিরোপা জয়ী এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে মাত্র ৩টি গোল হজম করেছেন। সেমিফাইনালে টাইব্রেকারে তিনটি পেনাল্টি শট ঠেকিয়ে অবাক করেছিলেন তিনি।
দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী মার্টিনেজ।