কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার চাচাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই খালেক বলেন, বুধবার সকাল সাতটার দিকে কুষ্টিয়ার আমলায় নিজ বাড়ি থেকে সাতক্ষীরায় কলেজের দিকে মোটর সাইকেলে যাচ্ছিলেন শফিউল আজম। মোটরসাইকেল চালাচ্ছিলেন চাচাতো ভাই এনামুল ইসলাম।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর কলার হাটের কাছে গেলে তাদের রডবাহী লং ট্রাক তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর শিক্ষক শফিউল আজমের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।