আসন্ন ঈদ-উল আযহা্ উপলক্ষে দশমিনা উপজেলায় বসবাসরত সর্ব সাধারন কে ঈদ-উল আযহা্র শুভেচ্ছা ও অভিনন্দন যানিয়েছেন বর্তমান দশমিনা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইকবাল মাহমুদ লিটন।
তিনি যানান ঈদ- উল আয্হা হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটিকে ঘীরে মুসলমান সম্প্রদায়ে থাকে ব্যাপক উৎসাহ, আনন্দ ও নানা রকম আয়োজন, আর এসব আয়োজনের প্রধান অংশ হচ্ছে ঈদের নামাজ আদায় করে মহান সৃষ্টি কর্তাকে খুশি করার লক্ষে গরু,ছাগল,মহিষ,উট,ভেড়া কুরবানী করা।
আঃয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন আরো জানান গতো বছরের ন্যায় এবছর ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়ংকর প্রাদুর্ভাবের মাঝে পবিএ ঈদ-উল আয্হা উদযাপিত হতে যাচ্ছে।
গনতন্ত্রের মানস্ কন্যা জননেএী শেখ হাসিনার পক্ষ্য থেকে দশমিনা উপজেলার সকল মুসলিম ভাই বোনকে ঈদ-উল আয্হার শুভেচ্ছা ও অভিনন্দন। এবং সরকার জারিকৃত সকল স্বাস্থ্য বিধি মেনে এবারের ঈদ-উল আযহা্র আনন্দ সবাই উপভোগ করবেন। নিজে মাস্ক পরবেন এবং অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করবেন,নিরাপদ ও নির্দিষ্ট সামাজিক দুরত্ব মেনে চলবেন। নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করবেন।