জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
শাওন জানান, গাব্যথা, দুর্বলতা, কাশি-এই তিন উপসর্গ দেখা দিলে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার কোভিড–১৯-এর স্যাম্পল দিয়ে আসেন। পরদিন জানতে পারেন, তিনি করোনা পজিটিভ।
তিনি আরও জানান, নিজের বাসায় আইসোলশনে আছেন তিনি। খাওয়াদাওয়া এবং অক্সিজেন স্যাচুরেশনও স্বাভাবিক আছে তার।
তাঁর দুই সন্তান নিষাদ আর নিনিতও বাসায় আছে এবং নিরাপদে আছে বলে জানালেন শাওন।