জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দেলোয়ার হোসেন দুলাল (৫৫) ও মোফাজ্জল হোসেন (৫৩) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার সকালে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, নিহতরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দলীল লেখক দেলোয়ার হোসেন দুলাল (৫৫) ও মৃত আফছার হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৩)।
আহতরা হলেন- ওই গ্রামের মহসিনের ছেলে এমদাদুল হোসেন (২৭), বজ্রপাতে নিহত মোফাজ্জলের ছেলে ছাব্বির হোসেন (১৬), মৃত হামেদ আলীর ছেলে খলিল মিয়া (৫৫) ও উপজেলার কড়িয়া এলাকার শফীর উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা পাশেই পুকুরের মাছ পাহাড়া দেওয়ার জন্য নির্মিত ঘরের বারান্দায় আশ্রয় নেন।
হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। এ সময় আহত হন চারজন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।