পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ আটক ২ পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপার ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামের রবিউল হাওলাদারের অটো গ্রেজের পূর্ব পাশের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে পুলিশ। এসময় তাদের সাথে থাকা ট্রাভেল ও শপিং ব্যাগ থেকে এক কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃততা হলেন: পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের ইদ্রিস চৌকিদারের ছেলে নান্নু মিয়া (৪৭) ও একই এলাকার আশরাফ আলী চৌকিদারের ছেলে আব্বাস চৌকিদার (২২)। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গাঁজাসহ আটক নান্নু ও আব্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।