বগুড়ায় বজ্রপাতে গুপিচন্দ্র (৩২) ও মিলন নামে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে।
আজ সোমবার (৮ আগস্ট) সন্ধ্যার দিকে কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া এলাকার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি উপজেলার পাইকড় হিন্দুপাড়া।
পাইকড় ইউপি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী জানান, সন্ধ্যার দিকে গুপিচন্দ্র এবং তার ছেলে মিলন দুজন মিলে মাঠে মরিচ গাছ লাগাচ্ছিল। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।