December 23, 2024, 11:52 am

এআইইউবি-তে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ওয়েবিনার

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, August 15, 2021,
  • 65 Time View

স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) “জাতীয় শোক দিবস ২০২১: জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি” শিরোনামে ১৪ আগস্ট ২০২১ বিকেল ৪:১৫ টায় একটি  ভার্চুয়াল ওয়েবিনার  আয়োজন করে।

উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি। ওয়েবিনারে আলোচক হিসেবে গুরুত্বপুর্ন বক্তব্য পেশ করেণ বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্স ইনিস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি এর সন্মানিত পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ‘বঙ্গবন্ধু চেয়ার’, অধ্যাপক ড. আতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, আইইউবি’র গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড.  ইমতিয়াজ এ হুসাইন, ইংলিশ এন্ড মর্ডান ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড.  আহমেদ আহসানুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি-বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)  এর মহাপরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য পেশ করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর সম্মানিত উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড.  নিয়াজ আহমেদ খান, সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী এবং সমাপনি বক্তব্য পেশ করেন আইইউবি’র স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোসাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইইউবি’র মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ জাকির হোসেন রাজু।

ওয়েবিনারে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেশের প্রতি আত্মত্যাগ, অদম্য সাহস, মানবতাবাদী ব্যক্তিত্ব, অসামান্য দরদী নেতৃত্বের গুনাবলী, শোষণ, নিপীড়ন, দুর্নীতির প্রতি আপোষহীনতা, নারীর ক্ষমতায়ন, আপমর জনসাধারণের প্রতি প্রগাড় ভালবাসা, দূরদৃষ্টি সম্পন্ন বিদেশ নীতি প্রভৃতি নিয়ে বিশদ আলোচনা করেন। প্রধান অতিথীর বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে  আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে আরো বেশি অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী আইইউবি’র ১২জন বীর মুক্তিযোদ্ধা ট্রাস্টির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন এবং দেশের উচ্চ শিক্ষা বিস্তারে তাঁদের অবদানের কথা স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71